Posts

সূরা আল ফীল

Image
  সূরা ফীল  মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৫ম  সূরা । এর আয়াত সংখ্যা ৫। এ সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে।  ফীল  আরবী শব্দ যার অর্থ হস্তী বা হাতি। بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ   শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।     أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ 01 আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন?     أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِي تَضْلِيلٍ 02 তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি?     وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ 03 তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী,     تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ 04 যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল।     فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍ 05 অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন।  

সূরা কুরাইশ

Image
  সূরা কুরাইশ  মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৬ তম  সূরা । এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৪ টি। এই সূরার ব্যাপারে সব তফসীরকারকই একমত যে, অর্থ ও বিষয়বস্তুর দিক দিয়ে এই  সূরা সূরা -ফীলের সাথেই সম্পৃক্ত। بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ   শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।     لِإِيلَافِ قُرَيْشٍ 01 কোরাইশের আসক্তির কারণে,     إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ 02 আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের।     فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ 03 অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার     الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ 04 যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।  

সূরা আল মাউন

Image
  সূরা আল মাউন  মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৭ তম  সূরা । ... এ সূরায় কাফের ও মুনাফেকদের কতিপয় দুষ্কর্ম উল্লেখ করে তজ্জন্য জাহান্নামের শাস্তি বর্ণনা করা হয়েছে। এ সূরায় এমন সব নামাযীদেরকে ধ্বংসের বার্তা শুনানো হয়েছে যারা নিজেদের নামাযে গাফলতি করে এবং লোক দেখানো নামায পড়ে। بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ   শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।     أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ 01 আপনি কি দেখেছেন তাকে, যে বিচারদিবসকে মিথ্যা বলে?     فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ 02 সে সেই ব্যক্তি, যে এতীমকে গলা ধাক্কা দেয়     وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ 03 এবং মিসকীনকে অন্ন দিতে উৎসাহিত করে না।     فَوَيْلٌ لِّلْمُصَلِّينَ 04 অতএব দুর্ভোগ সেসব নামাযীর,     الَّذِينَ هُمْ عَن صَلَاتِهِمْ سَاهُونَ 05 যারা তাদের নামায সম্বন্ধে বে-খবর;     الَّذِينَ هُمْ يُرَاؤُونَ 06 যারা তা লোক-দেখানোর জন্য করে     وَيَمْنَعُونَ الْمَاعُونَ 07 এবং নিত্য ব্যবহার্য্য বস্তু অ...

সূরা আল্‌ কাওসার

Image
  সূরা আল কাওসার  (আরবি: سورة الكوثر‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৮ তম  সূরা । এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৩ টি। কুরআনের সংক্ষিপ্ততম  সূরা  , যা দশটি শব্দ এবং বিয়াল্লিশটি অক্ষর নিয়ে গঠিত এবং পবিত্র কুরআনের ক্রমানুসারে সুরা  আল -মাউনের পরে এবং  সূরা আল -কাফিরুনের পূর্বে রয়েছে। بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ   শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।     إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ 01 নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি।     فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ 02 অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন।     إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ 03 যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ।  

সূরা আল কাফিরুন

Image
  সূরা  আল  কাফিরুন  (আরবি: سورة الكافرون‎‎) পবিত্র কুরআনের ১০৯ তম  সূরা । সূরাটির আয়াত সংখ্যা ৬। সূরাটি মক্কায় অবতীর্ণ হয় তাই সূরাটি মাক্কী সূরার শ্রেণীভুক্ত। মুসলিম জীবনে এই সূরার তাৎপর্য অনেক কারণ এই সূরার মাধ্যমে আল্লাহ তায়ালার একত্ববাদ ও ইবাদাতের কথা উল্ল্যেখ করা হয়েছে। بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ   শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।     قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ 01 বলুন, হে কাফেরকূল,     لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ 02 আমি এবাদত করিনা, তোমরা যার এবাদত কর।     وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ 03 এবং তোমরাও এবাদতকারী নও, যার এবাদত আমি করি     وَلَا أَنَا عَابِدٌ مَّا عَبَدتُّمْ 04 এবং আমি এবাদতকারী নই, যার এবাদত তোমরা কর।     وَلَا أَنتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ 05 তোমরা এবাদতকারী নও, যার এবাদত আমি করি।     لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ 06 তোমাদের কর্ম ও কর্মফল তোমাদের জন্যে এবং আমার কর্ম ও কর্মফল আমার জন্যে।

সূরা আন - নাছর

Image
  সূরার নাম :  নাছর শ্রেণী :  মাক্কী সূরা (মদীনায় অবতীর্ণ) অন্য নাম :   তাওদী নামের অর্থ :  সাহায্য সূরার ক্রম :  ১১০ আয়াতের সংখ্যা :  ৩ রুকুর সংখ্যা :  ১ পারার ক্রম :  ৩০ পারা শব্দ :  ১৯ বর্ণ :  ৭৯ পূর্ববর্তী সূরা :  কাফিরুন পরবর্তী সূরা :  লাহাব بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ বিসমিল্লাহির রাহমানির রাহীম পরম করুণাময় অসীম দয়ালু আল্ল­াহর নামে (শুরু করছি) إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ইযা জা - আনাসরুল্লাহি ওয়াল ফাতহু যখন আল্লাহ্‌র সাহায্য ও (মক্কা) বিজয় আসছে وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا ওয়ারাআইতান্না সা ইয়াদ খুলুনা ফী-দীনিল্লাহি আফওয়াজা এবং (হে নবী !) তুমি যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দ্বীন (ইসলাম ধর্ম) গ্রহণ করছে فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا ফাসাব্বিহ বিহামদি, রাব্বিকা ওয়াছ তাগফিরহু, ইন্নাহু কানা তাওয়্যাবা তখন আপনি আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন এবং তাঁর কাছে ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয় তিনি ক্ষমাকারী (সর...

সূরা আল - লাহাব

Image
  সূরার নাম :  লাহাব শ্রেণী :  মাক্কী সূরা (মক্কায় অবতীর্ণ) অন্য নাম :   আল মাসাদ   নামের অর্থ :  অগ্নিশিখা,  স্ফুলিঙ্গ সূরার ক্রম :  ১১১ আয়াতের সংখ্যা :  ৫ রুকুর সংখ্যা :  ১ পারার ক্রম :  ৩০ পারা শব্দ :  ২৯ বর্ণ :  ৮১ بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ বিসমিল্লাহির রাহমানির রাহীম পরম করুণাময় অসীম দয়ালু আল্ল­াহর নামে (শুরু করছি) تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ তাব্বাত ইয়াদা আবী লাহাবিওঁ ওয়াতাব্বা ধ্বংস হোক আবু লহবের উভয় হাত, আর সে-ও ধ্বংস হোক! مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ মা আগনা আনহু মালুহু ওয়ামা কাছাব তার ধন-সম্পদ ও যা সে অর্জন করেছে তা তার কোনো কাজে আসবে না। سَيَصْلَى نَارًا ذَاتَ لَهَبٍ সাইয়াছলা না রান যা তালাহাবিওঁ তাকে অচিরেই ঠেলে দেওয়া হবে লেলিহান আগুনে وَامْرَأَتُهُ حَمَّالَةَ الْحَطَبِ   ‌ ওয়ামরাআতুহু, হাম্মা লাতাল হাত্বোয়াব এবং তার স্ত্রীকেও; যে ইন্ধন বহনকারিণী। فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ   ‌ ফী-জী-দিহা হাবলুম মিম মাসাদ । তার গলায় থাকবে কড়াপাকের খেজুরের আঁশের রশি।