সূরা আল্ কাওসার
সূরা আল কাওসার (আরবি: سورة الكوثر) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৮ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৩ টি। কুরআনের সংক্ষিপ্ততম সূরা , যা দশটি শব্দ এবং বিয়াল্লিশটি অক্ষর নিয়ে গঠিত এবং পবিত্র কুরআনের ক্রমানুসারে সুরা আল-মাউনের পরে এবং সূরা আল-কাফিরুনের পূর্বে রয়েছে।
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ | |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। | |
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ | 01 |
নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। | |
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ | 02 |
অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। | |
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ | 03 |
যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ। |
Comments
Post a Comment