সূরা আল্‌ কাওসার

 

সূরা আল কাওসার (আরবি: سورة الكوثر‎‎) মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৮ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৩ টি। কুরআনের সংক্ষিপ্ততম সূরা , যা দশটি শব্দ এবং বিয়াল্লিশটি অক্ষর নিয়ে গঠিত এবং পবিত্র কুরআনের ক্রমানুসারে সুরা আল-মাউনের পরে এবং সূরা আল-কাফিরুনের পূর্বে রয়েছে।

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 
 
إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ

01

নিশ্চয় আমি আপনাকে কাওসার দান করেছি। 
 
فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

02

অতএব আপনার পালনকর্তার উদ্দেশ্যে নামায পড়ুন এবং কোরবানী করুন। 
 
إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ

03

যে আপনার শত্রু, সেই তো লেজকাটা, নির্বংশ। 

Comments