সূরা কুরাইশ

 


সূরা কুরাইশ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৬ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৪ টি। এই সূরার ব্যাপারে সব তফসীরকারকই একমত যে, অর্থ ও বিষয়বস্তুর দিক দিয়ে এই সূরা সূরা-ফীলের সাথেই সম্পৃক্ত।

بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ 
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। 
 
لِإِيلَافِ قُرَيْشٍ

01

কোরাইশের আসক্তির কারণে, 
 
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ

02

আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। 
 
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ

03

অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার 
 
الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ

04

যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। 

Comments