সূরা কুরাইশ
সূরা কুরাইশ মুসলমানদের ধর্মীয় গ্রন্থ কুরআনের ১০৬ তম সূরা। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এর আয়াত সংখ্যা ৪ টি। এই সূরার ব্যাপারে সব তফসীরকারকই একমত যে, অর্থ ও বিষয়বস্তুর দিক দিয়ে এই সূরা সূরা-ফীলের সাথেই সম্পৃক্ত।
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيمِ | |
শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। | |
لِإِيلَافِ قُرَيْشٍ | 01 |
কোরাইশের আসক্তির কারণে, | |
إِيلَافِهِمْ رِحْلَةَ الشِّتَاء وَالصَّيْفِ | 02 |
আসক্তির কারণে তাদের শীত ও গ্রীষ্মকালীন সফরের। | |
فَلْيَعْبُدُوا رَبَّ هَذَا الْبَيْتِ | 03 |
অতএব তারা যেন এবাদত করে এই ঘরের পালনকর্তার | |
الَّذِي أَطْعَمَهُم مِّن جُوعٍ وَآمَنَهُم مِّنْ خَوْفٍ | 04 |
যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং যুদ্ধভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন। |
Comments
Post a Comment