সূরা আল - ইখলাস

 

সূরার নাম : ইখলাস
শ্রেণী : মাক্কী সূরা (মক্কায় অবতীর্ণ)
অন্য নাম : আল-তাওহীদ
নামের অর্থ : একত্ব
সূরার ক্রম : ১১২
আয়াতের সংখ্যা : ৪
রুকুর সংখ্যা : ১

পারার ক্রম : ৩০ পারা
শব্দ : ১৫
বর্ণ : ৪৭

بِسْمِ اللہِ الرَّحْمٰنِ الرَّحِیْمِ
বিসমিল্লাহির রাহমানির রাহীম
পরম করুণাময় অসীম দয়ালু আল্ল­াহর নামে (শুরু করছি)
قُلْ هُوَ اللَّـهُ أَحَدٌ
কুল্ হুওয়াল্লা-হু আহাদ্
বলুন, তিনি আল্লাহ, এক
اللَّـهُ الصَّمَدُ
আল্লা-হুচ্ছমাদ্
আল্লাহ অমুখাপেক্ষী
لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ 
লাম্ ইয়ালিদ্ অলাম্ ইয়ূলাদ্
তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি
وَلَمْ يَكُن لَّهُ كُفُوًا أَحَدٌ 
অলাম্ ইয়া কুল্লাহূ কুফুওয়ান্ আহাদ্
এবং তার সমতুল্য কেউ নেই।

Comments